বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

চৌহালীর থানার ওসির নম্বর ক্লোন করে বিভ্রান্তির চেষ্টা    

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালীর থানার ওসির নম্বর ক্লোন করে বিভ্রান্তির চেষ্টা    

সিরাজগঞ্জের চৌহালী থানার ওসি শ্যামল কুমার দত্তের ব্যবহূত সরকারি মুঠোফোন নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে ফোন দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় সোমবার (৬ মে) ভোরে থানায় একটি জিডি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন ওসি নিজেই। গত রোববার রাতে ওই এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছে ওসির ফোন নম্বর ক্লোন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ পেয়ে তিনি এ জিডি করেন। 

একই সঙ্গে এ বিষয়ে সতর্ক থাকতে ফেসবুক পেজে থেকে পোস্ট করেও সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ওসি শ্যামল কুমার দত্ত বলেন, রাতে এ বিষয়টি প্রথম জানতে পারি। সরকারি নম্বরটি ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে ফোন দেয়া হচ্ছে। তবে তারা আমার কণ্ঠের মিল না পেয়ে বিষয়টি আমাকে অবহিত করে। 

পরে প্রতারকদের বিষয়ে তাদের সতর্ক করেছি। কেউ তার সরকারি নম্বর থেকে কোনো সন্দেহজনক কল পেলে ফোনটি কেটে নিশ্চিত হতে সবাইকে অনুরোধ জানান তিনি।

টিএইচ